কুলাউড়ায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবনাথ ভট্টাচার্য্য, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সুয়েব আহমদ, কুলাউড়া থানার এসআই আমির উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা খোকন কুমার সাহা, সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. মুহিব উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় ১৫ই আগস্টে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিত করণসহ সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ এবং ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা ও এতিমদের মধ্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।