স্টাফ রিপোর্টার:
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শোক দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় ১৫ আগষ্ট দুপুরে কুলাউড়া উপজেলা আওযামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সহ সভাপতি এড.আতাউর রহমান শামিম, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন,অরবিন্দু ঘোষ বিন্দু ও কামাল হাসান, যুগ্ম সম্পাদক বাবু গৌরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির ও অধ্যক্ষ সিপার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মমদুদ হোসেন ও বদরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড.জাহাঙ্গীর আলম,কৃষি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, এান ও দূর্যোগ বিষয়ক মোছাদ্দিক আহমদ নোমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, যুব বিষয়ক সস্পাদক রাজিব সারোওয়ার রনি, উপ-প্রচার সম্পাদক রুবেল আহমদ, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকি, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ,পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মনাফ,কাদিপুর ইউপি আওয়ামী লীগের সম্পাদক খায়ের আহমদ, উপজেলা যুবলীগের সম্পাদক মইনুল ইসলাম সবুজ,তাঁতি লীগোর সদস্য সচিব এবাদুর রহমান সজিব, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খায়রুল আলম মিটু, পৌর ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান জনি, কলেজ ছাএলীগের সভাপতি আনোয়ার হোসেন বখ্শ প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া পরিচালনা করেন কোট মসজিদের ইমাম মাও আহসান উদ্দিন।