সিলেট প্রতিনিধ
সিলেটে মিনহাজ উদ্দিন নামের এক কুয়েত প্রবাসীকে শ্বাসরোধে হত্যার চেষ্ঠার অভিযোগে পরকীয় প্রেমিকসহ ওই প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঘটনার পর সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি নামক গ্রাম থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দু’জন হচ্ছেন মিনহাজ উদ্দিনের স্ত্রী মনিরা বেগম ও একই উপজেলার হরিপুর এলাকার ফরিদ মিয়া চৌধুরীর ছেলে ফেরদৌস রহমান চৌধুরী। গ্রেপ্তারের পর মামলার প্রেক্ষিতে ওইদিন বিকেলে তাদের দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আর এঘটনায় গুরুতর আহত হওয়া কুয়েত প্রবাসী মিনহাজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ঘাটের চটি গ্রামের মিনহাজ উদ্দিন কুয়েতে থাকাকালে তার স্ত্রী মনিরা বেগম বাবার বাড়ি হরিপুরে বসবাস করতেন। এসময় সেখানে ফেরদৌস রহমানের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি কুয়েত থেকে দেশে ফিরলে মিনহাজের শোয়ার ঘরে বৃহস্পতিবার রাতে ঢোকেন স্ত্রীর পরকীয় প্রেমিক ফেরদৌস।
এসময় ফেরদৌসকে তাকে আটকাতে গেলে স্ত্রী মনিরা ও ফেরদৌস মিলে মিনহাজকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এরপর তার চিৎকার শুনে বাড়ির লোকজন গিয়ে মিনহাজকে উদ্ধার করেন এবং মনিরা ও ফেরদৌসকে আটক করে পুলিশে দেন।
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগে তার বাবা নূর মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এরই প্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Post Views: ১৫০