বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। এ নিয়ে তৃতীয়বারের মতো জায়েদ খান এ দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে নির্বাচনের এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার ভোরে ঘোষণা করা ফলে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিপুণের প্রাপ্ত ভোট ১৬৩টি।
নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হলেন-
সহ-সভাপতি (২ জন)- মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১)
সহ-সাধারণ সম্পাদক (১ জন)- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক (১ জন)- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক (১ জন)- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক (১ জন)- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক (১ জন)- মামনুন ইমন (২০৩)
কোষাধ্যক্ষ (১ জন)- আজাদ খান (১৯৩)
এছাড়া কার্যকরী সদস্য পদে ১১জন জয়ী হয়েছেন। তারা হলেন- অঞ্জনা (২২৫), রোজিনা (১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) , ফেরদৌস (২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২২৭)।