এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গা পূজা উৎযাপন ২০২৩ইং উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর )সকালে চুনারুঘাট থানা হল রুমে থানা অফিসার ইনচার্জ রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।এতে উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রামকৃষ্ণ পাল,সাধারণ সম্পাদক
বাবু প্রণয় পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু সজল দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি
মিনাল কান্তি দেব চৌধুরী,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক
হৃদয় রায় প্রমুখ।
চুনারুঘাট থানার উদ্যোগে উপজেলার সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের উপস্থিতি উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দগণ বলেন,আমরা সরকারি বিধি নিষেধ মেনে দায়িত্বতার সাথে উৎসব পালন করার প্রক্রিয়া অবলম্বন করেছি।প্রশাসনিক সহযোগিতাও পাচ্ছি এবং সর্বদা পাশে থাকার আহবান জানাচ্ছি। এ বছর আমাদের উপজেলায় ৮২টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে।পৌরসভার ভিতরে ৯টি,চা বাগান অঞ্চলে ২৮টি এবং বিভিন্ন গ্রামে ৪৫টি মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে। আমরা আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী দিনব্যাপী এ উৎসব পালন করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান,আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুরুত্বসহকারে প্রস্তুতি গ্রহণ করেছে।আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।শারদীয় দুর্গা পূজা আনন্দময় হোক।