মোঃ ইব্রাহীম আলী, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় সহস্রাধিক স্কুল শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে নবীন শক্তি মুক্ত স্কাউটস গ্রুপ।
বুধবার (১১ই সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় গাছের চারা।
উপজেলা স্কাউট সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সোহেল আহমেদের তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে ও সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় পৃথক-পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা উপজেলা স্কাউট কমিশনার ড. মোঃ আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আব্দুস সালাম, রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র চন্দ, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, কুলাউড়া উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার সামছু উদ্দিন বাবু , নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল ইন স্কাউটসের ইউনিট লিডার প্রেসিডেন্ট’স স্কাউট তাহেরা চৌধুরী।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি কলি মল্লিক, যুগ্ম সম্পাদক রেজবিন আক্তার, সাজ্জাদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ প্রেসিডেন্ট’স স্কাউট মোজাহিদুল ইসলাম মিহাদ, সদস্য অপু মিয়া মাইশা জান্নাত চাঁদনি, স্কাউটার সাহেদুল ইসলাম সাগর প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় সংগঠনের উপদেষ্টা ও উপজেলা স্কাউটস সম্পাদক সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা মোতাবেক ২০২৩ সালে প্রত্যেক স্কাউট একটি করে গাছের চারা রোপনের প্রোগ্রামকে সফল করতে আজকে দিনব্যাপী নবীন শক্তি মুক্ত স্কাউট দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে সহ¯্রাধিক গাছের চারা বিতরণ কার্যক্রমকে স্বাগত জানাই। তিনি বলেন, আজকের এই কর্মসূচি পালনের মাধ্যমে কুলাউড়া উপজেলা স্কাউটস প্রশংসা কুঁড়িয়েছে। এরকম সমাজ-উন্নয়ন প্রোগ্রাম আরও বাস্তবায়নের প্রত্যাশা করছি।
নবীন শক্তি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আজহার মুনিম শাফিন বলেন, বাতাস হারিয়ে যাওয়া স্নিগ্ধতা ফিরিয়ে আমরাই বাতাসকে দূষণমুক্ত করতে পারি। বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা পালনে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার মহোদয়, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা, ভাটেরা বন বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সহযোগীতা করেছেন। তাঁদের নিকট কৃতজ্ঞতা জানাই।