চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত
এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট :
চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গা পূজা উৎযাপন ২০২৩ইং উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর )সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী,চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন ও লুৎফর রহমান মহালদার,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেলসহ এতে উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রামকৃষ্ণ পাল,সাধারণ সম্পাদক
বাবু প্রণয় পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু সজল দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি
মিনাল কান্তি দেব চৌধুরী,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক
হৃদয় রায় প্রমুখ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের উপস্থিতি উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি সকল পূর্নার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা প্রদান করেন।এবং দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করেন।তিনি সকল প্রকার সেবা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসসহ দিকনির্দেশনা দেন।
তথ্যমতে জানা যায়, উপজেলায় ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে।পৌরসভার ভিতরে ৯টি,চা বাগান অঞ্চলে ২৮টি এবং বিভিন্ন গ্রামে ৪৫টি মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে। আমরা আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী দিনব্যাপী এ উৎসব পালন করা হবে।
উক্ত সকল মণ্ডপে বিশ হাজার তিনশত টাকা করে আর্থিক অনুদান উপহার প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।