আব্দুল আহাদ সুমন : যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বাংলাদেশীদের জন্য ই-পাসপোর্ট সেবার আনুষ্টানিক উদ্বোধন করেছে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশন। এর মাধ্যমে বার্মিংহাম ও তার পার্শ্ববতী এলাকায় প্রায় দুই লক্ষাধিক প্রবাসীরা ই পাসপোর্টের সেবা গ্রহণ করতে পারবেন। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক নানা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক প্রবাসীর উপস্থিতিতে এ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর সহকারী হাইকমিশনের কনফারেন্স হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য সফররত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আন্তরিকতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী হাইকমিশনের প্রথম সচিব নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকি। বার্মিংহামে ই-পাসপোর্ট সেবা চালু করায় প্রবাসী বাঙালী কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও সহকারী হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে সুধী সমাবেশে আগতদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহামের দুই বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও কাউন্সিলর মমতাজ হোসেন,কভেন্ট্রির কাউন্সিলর মায়া আলী,কমিউনিটি নেতা কামাল আহমেদ,ওয়াসিমুজ্জামান,নুরুল ইসলাম বেলাল,নুরুল ইসলাম কিসলু ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম প্রমূখ। সুধী সমাবেশের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।