নেক মানি ট্রান্সফার এর এজেন্টদের নিয়ে এ এম এল ও সিইও এফ টি ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩ | আপডেট: ১০:১৩:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

শাহীন চৌধুরী, বার্মিংহাম থেকেঃ

 

 

প্রবাসীদের অর্থ বৈধ পথে দেশে প্রেরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে নেক মানি ট্রান্সফার ইউকে। বৃহস্পতিবার নেক মানি ট্রান্সফাররের এজেন্টদের নিয়ে এ এম এল ও সিইও এফ টি ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের স্থানীয় কমিউনিটি হলে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক মানি ট্রান্সফার ইউকের সিইও ইকরাম ফরাজী।অনুষ্ঠানে মিডল্যান্ডসের মানি এক্সচেঞ্জ ব্যাবসায়ীবৃনদ যোগ দেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি বাংলাদেশীদের পাঠানো অর্থে দেশের অর্থ ভান্ডার আজ সমৃদ্ধ। কষ্টাজিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে কাজ করছে নেক মানি ট্রান্সফার। বৃটেনে বৃহত্তর সিলেট বাসীর আত্মীয়দের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে শীঘ্রই সিলেটে ফরাজী হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন নেক মানির সিইও ইকরাম ফরাজী ।
বৃহস্পতিবার বার্মিংহামের স্থানীয় কমিউনিটি হলে মিডল্যান্ডসের নেক মানি ট্রান্সফারের এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এজেন্টগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এর সমাধানে কোম্পানির সিইও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস ব্যাক্ত করেন ।
সভায় মাওলানা মোকাররম হাসানের সভাপতিত্বে এবং নেক মানি ট্রান্সফার মিডল্যান্ডসের বিজনেস রিলেসনশিপ ম্যানেজার হাসানুর বর চৌধুরী বাপ্পির সঞ্চালনে আরো বক্তব্য রাখেন – নেক মানির কমপ্লায়েনস ম্যানেজার ইফতেখার উদ্দিন খান, লন্ডন রিজিওনের মার্কেটিং ম্যানেজার মাসুদ আহমেদ, কাউন্সিলর আমিনুর তালুকদার, এনাম আহমেদ সহ আরো অনেকেই। সভায় ব্যাবসায়ীগণ নেক মানির সার্ভিসের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে নেক মানির সাথে ব্যাবসার পরিধি আরও বৃদ্ধির আশাবাদ ব্যাক্ত করেন।