ষ্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ^নাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলীকে শোকজ করা হয়েছে। বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স আদায় করে পৌরসভার কোষাগারে কিছু টাকা জমা দিয়ে বেশিরভাগ টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ এনে তাকে শোকজ করা হয়। রোববার (২২ অক্টোবর) বিশ^নাথ পৌরসভার ২০২৩/১৩৪১ নং স্মরাকের মাধ্যমে পৌরসভার মেয়র মুহিবুর রহমান তাকে শোকজ করেন। এতে আগামি ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বরেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
স্মারক ও নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স দাতা শরিষপুর গ্রামের মৃত মাহমদ আলীর (অসুস্থ্য সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য) আলা উদ্দিনের নিকট থেকে দুই বছরের ট্যাক্সবাবদ ২৫হাজার টাকা নেন। এরপর ওই টাকা থেকে মাত্র ১১হাজার ২০০টাকা পৌরসভার সংশ্লিষ্ট খাতে জমা দিয়ে বাকি ১৩হাজার ৮০০টাকা আত্মসাৎ করেন কাউন্সিলর জহুর আলী। (ফে (ফেসবুক ভিডিও লিংক :- যঃঃঢ়ং://ভন.ধিঃপয/হচঙউউসষনধশ/)। এছাড়াও কাউন্সিলর জহুর আলীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও নানা অভিযোগ আনা হয়।
তবে, নোটিশ পাননি জানিয়ে কাউন্সিলর জহুর আলী বলেছেন, সমাজে তাকে হেয় প্রতিপন্ন করতেই মেয়র মুহবিুর রহমান ফেসবুকে লাইভ করছেন এবং নানা অভিযোগ এনেছেন। এইসকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কে বা কাহারা কার নিকট ট্যাক্সেও টাকা দিয়েছেন সে বিষয়ও তার জানা নেই।