জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি জগন্নাথপুরের চারটিসহ সারাদেশের ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন। জগন্নাথপুরের চারটি বিদ্যালয় হচ্ছে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা-নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়াষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রজেক্ট এর মাধ্যমে বড় পর্দার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখা হয়েছে। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতম সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।