সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সুনামগঞ্জে প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১ টায় জেলা ইউপিআই মিলনায়তনে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনের সবাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শরীফুল আবেদীন কমল, ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল অমিন,সুনামগঞ্জের উপকর কমিশনারের কার্যালয়ের কর পরিদর্শক সজীবুর রহমান, সুনামগঞ্জ ঔষধ প্রশাসনের সহকারি লাইসেন্সিং অফিসার জে এ নাহিদ, প্রাইভেট ক্লিনিক সমিতির সভাপতি ডা. সৈয়দ মুনাওয়ার আলী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাকিম, সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্ত মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, প্রাইভেট ক্লিানিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক বাবু, আবুল বাশার প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন আহম্মদ হোসেন বলেন, লাইসেন্স ব্যাতিত কোন ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ফার্মেসি পরিচালনা করা যাবে না। যদি কেউ লাইসেন্স ব্যাতিত এ ধরণের প্রতিষ্ঠান পরিচালনা করেন তাহলে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।