মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমিটির নাম ঘোষনা — সভাপতি পর্তুগালের মিজান আর সম্পাদক মালয়েশিয়ার ইব্রাহিম

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪ | আপডেট: ৬:০৯:পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪
~ai-a439369a-478e-4048-a3b7-16133104cdf4_

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তাদের নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমিটির নাম ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পর্তুগালের মিজান মিয়া আর সাধারণ সম্পাদক হয়েছেন মালয়েশিয়ার ইব্রাহিম আলী। গত ৪ এপ্রিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের এই কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মশিউর রহমান পিন্টু সরকারের প্রেরীত উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি হিসেবে পর্তুগালের মিজান মিয়া আর সাধারণ সম্পাদক হিসেবে মালয়েশিয়ার ইব্রাহিম আলীকে অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে র্পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমিটি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে ভূমিকা রাখার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় মানব সেবায় কাজ করে যাবে। এ ব্যাপারে নব ঘোষিত সভাপতি সম্পাদককে সহযোগিতা করার জন্যও প্রবাসী সকল বাঙালীর প্রতি আহবানও জানানো হয়। উল্লেখ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমিটির সভাপতি হওয়া পর্তুগালের মিজান মিয়া দীর্ঘদিন ধরে পর্তুগালের রাজধানী লিসবনে বসবাস করে প্রবাসী বাঙালী কমিউনিটির নানা কর্মকান্ডে ওতোপ্রতোভাবে জড়িত থেকে প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্মস্থান মৌলভীবাজার জেলায়।

প্রেস বিজ্ঞপ্তি।