স্টাফ রিপোর্টার:
কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে (০২ জুন) রোববার সন্ধ্যা ৭টায় অজ্ঞাত ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরি ঘাট এলাকায় ফ্রেশ
কোম্পানীর একটি কার্ভাড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩৩ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া সিএনজি অটোরিক্সার যাত্রী জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন (২৪), কুচাই গ্রামের গোপাল (৪৬) ও শিলুয়া চা বাগানের কবিতা (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২ যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাকির জানান।