সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জের বিপিপিএ”র কার্যাবলী এবং ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ, আইএমইডি’র এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ, আইএমইডি’র পরিচালক (যুগ্ম সচিব) মো. আকনুর রহমান পিএইচডি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিপিপিএ উপপরিচালক আফরোজা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাস(শিক্ষা ও তথপ্রযুক্তি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল, সুনামগঞ্জ জেলা প্রসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাবে)’র সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হোসেন, নবী হোসেন পীর, আমিরু হোসেন প্রমুখ। কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।