হবিগঞ্জের লাখাইয়ে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবার গুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ 

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

 

সুমন আহমেদ বিজয়ঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আশ্রয়ন প্রকল্পের আওতাধীন বসবাসরত পানি বন্দী পরিবার গুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

২৩ জুন রোজ রবিবার বিকালে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা আশ্রয়ন প্রকল্পের আওতাধীন বসবাসরত পরিবার গুলো পানি বন্দী থাকায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনো খাবার বিতরণ করা হয়।

আশ্রয়ন প্রকল্পের আওতাধীন বসবাসরত পানি বন্দী পরিবার গুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনো খাবার উপজেলার ভাদিকারা আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পানি বন্দী পরিবার গুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং উপজেলার সকল পানি বন্দী পরিবার গুলোর তালিকা করে  সরকারের দেওয়া ত্রাণ দ্রুত পৌঁছে দেওয়া হবে।