সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার শিবপুর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে রাশিদ মিয়া, রাশিদ মিয়ার ছেলে আকাশ মিয়া,কাটিয়ারা গ্রামের আলী আজগরের ছেলে মহিন মিয়া ও সন্তোষ পুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে খায়ের উদ্দিন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের এর নির্দেশনায়
গত ২৯ জুন শনিবার দিবাগত রাতে এস আই ভজন চন্দ্র দাস ও এএস আই আকবর আলী সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শিবপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামীদের কে গ্রেফতার করা হয় এবং কৃষ্ণপুর বাজার এলাকায় সন্দেহজনক ঘুরাঘুরি করলে মহিন মিয়া ও খায়ের উদ্দিন কে আটক করে পুলিশ কে খবর দিলে পুলিশ কৃষ্ণপুর বাজার থেকে তাদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম আসামীদের কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান ৩০ জুন রবিবার বিজ্ঞ আদালতে আসামীদের কে সোপর্দ করা হয়েছে।