সুমন আহমেদ বিজয়ঃ
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০২৩-২০২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পেলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার বিজয়ী লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছা: জিলুফা সুলতানা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিএলজি স্যার ও সকল অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান আমি প্রথমেই সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোছা: জিলুফা সুলতানা স্যারের প্রতি,শ্রদ্ধেয় ডিডিএলজি স্যারসহ সকল অতিরিক্ত জেলা প্রশাসক স্যারের প্রতি।
তিনি আরও জানান এই পুরস্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিম বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যদের যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন,তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।