বাংলাদেশে সংখ্যালঘু কমিউনিটির উপড় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে বার্মিংহামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
আহমেদ সুহেল : বাংলাদেশে মন্দির গীর্জায় হামলা ও সংখ্যালঘু কমিউনিটির উপড় নানা অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে যুক্তরাজ্যের দ্বিতীয় বাঙালী অধ্যুষিত বার্মিংহামে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী সংখ্যালঘু কমিউনিটির বিপুল সংখ্যাক প্রবাসী নর-নারী ও শিশু কিশোরদের উপস্থিতিতে ১০ আগষ্ট শনিবার বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের সম্মুখে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেঙ্গলী হিন্দু আদর্শ সংঘ ইউকে ও বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশী সংখ্যালঘু কমিউনিটির প্রবাসীরা নানা ফেষ্টুন প্লেকার্ড নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু কমিউনিটির উপড় অত্যাচার নির্যাতন ও হয়রানী এবং মন্দির – গীর্জায় হামলা ভাংচুরের তীব্র নিন্দা ও অবিলম্বে তা বন্ধ করার দাবী জানান। এসময় তারা অনেক জায়গায় মুসলীম কমিউনিটির মানুষরা মন্দির র্গীজা ও সংখ্যালঘুদের বাড়ী-ঘর ও সহায় সম্পত্তি পাহারা দেওয়ার কথা উল্লেখ করে বলেন,বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আছে তা বজায় রেখে ধর্ম বর্ণের বিভেদ ভুলে সকলকে বাঙালী হিসেবে মুল্যায়ন করা উচিত। বেঙ্গলী হিন্দু আদর্শ সংঘ ইউকে ও বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ছাড়াও উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মিডল্যান্ডসের হিন্দু সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেঙ্গলী হিন্দু আদর্শ সংঘ ইউকে‘র ওয়েষ্ট মিডল্যান্ডসের চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অলক চন্দ,খ্রিষ্টান কমিউনিটির মুক্তি সরকার,নবারুন সংঘর বার্মিংহাম ইউকের চেয়ারম্যান রুপম দেব,ইনসাইড ইউকের পংকজ চৌধরী,হিন্দু কাউন্সিল বার্মিংহামের সাধারণ সম্পাদক বিপুল মিশ্র,কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্ত সাহা,অধ্যাপক অমিত বিক্রম দেব,বার্মিংহাম সোশিয়াল এন্ড কালাচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান শিংকু দাস,কমিউনিটি নেতা উত্তম দেব,বিজয় চন্দ,নারী নেত্রী লাকী দেব,অঞ্জনা চন্দ,সৌরভ দাস ও নাট্যকার মুরাদ খান প্রমূখ।