আহমেদ কাবির : অন্যান্য বছরের ন্যায় এবারো বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলে সামার হলিডেতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অধীনে অনুষ্টিত হওয়া “ইনটেনসিভ কিরাত অ্যান্ড তাজবীদ কোর্স” এ অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে দারুল কিরাতের সমাপনি অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যাক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং কমিউনিটির নানা র্শীষজনের উপস্থিতিতে গত ২১ আগষ্ট বার্মিংহামের নিকটবর্তী ওয়েষ্ট ব্রমসউইচের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের আজাদ কনফারেন্স হলে এই সমাপনি অনুষ্টান অনুষ্ঠিত হয়। দি ব্রিটিশ মুসলিম স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মিসবাউর রহমানের সভাপতিত্বে ও প্রধান ক্বারী মাওলানা মাহবুব কামালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা আখতার হোসাইন জাহেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্জ কামরুল হাসান চুনু,আনজুমানে আল ইসলাহ মিডল্যান্ডসের সহ-সভাপতি মাওলানা রুকনুদ্দীন আহমদ, দি ব্রিটিশ মুসলিম স্কুলের পরিচালনা কমিটির সদস্য মাস্টার আব্দুল মুহিত,শিক্ষক মাওলানা মাওলানা দুলাল আহমদ,কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল লতিফ ও দেলোয়ার হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ এমদাদ হোসাইন,ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা গুলজার আহমদ,কমিউনিটি ব্যাক্তিত্ব জমির উদ্দিন,শাবিপ্রবি তালামীযের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাইম,ওয়ালসল দারুল কিরাত সেন্টারের প্রধান কারি সাদ উদ্দিন, দারুল কিরাতের শিক্ষক কারি গুলজার আহমদ খান জামি, হাফিজ হোসাইন আহমদ,কারিয়া তোহফা চৌধুরী,হাফসা খনম ও কারি মাহবুব আহমদ প্রমূখ। উল্লেখ্য বিশুদ্ধ কোরান পড়া ও শিক্ষায় প্রতিবছর সামার হলিডেতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অধীনে যুক্তরাজ্যের বিভিন্ন ইসলামিক প্রতিষ্টানে “ইনটেনসিভ কিরাত অ্যান্ড তাজবীদ কোর্স” অনুষ্টিত হয়।