কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে
“বহু ভাষায় শিক্ষার প্রসার” পারষ্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ পালিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) শাহ মুহাম্মদ জহরুল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মহিব উল্লাহ’র পরিচালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসউদ, কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার এখলাছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ.রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল মোহাইমিন ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফকর উদ্দিন প্রমুখ। অনুষ্টানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।