বাংলা কাগজের উপদেষ্টা বজলুল মজিদ লিটনের মাতৃবিয়োগ। বাংলা কাগজ পরিবারের শোক প্রকাশ।
বাকা, ডেস্ক রিপোর্টঃ বাংলা কাগজের বাংলাদেশ সংস্করণের অন্যতম উপদেষ্টা স্টটল্যান্ডের এডিনবারা নিবাসী বজলুল মজিদ লিটনের মাতা মিসেস সালেহা সহিদ শুক্রবার বিকালে স্কটল্যান্ডের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্বামী ডাক্তার আব্দুস সহিদ, দুই পুত্র, তিন কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ী কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে।
মিসেস সহিদের মৃত্যুতে বাংলা কাগজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিরারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক খছরু খান, ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, উপদেষ্টা মন্ডলীর সঙাপতি মাফিজ খান, বাংলাদেশ উপদেষ্টা – কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলা কাগজ অন-লাইন সংস্করণের বাংলাদেশ সমন্বয়ক ও কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস।