বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, তার দেশে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, বেলারুশের রাজধানী মিনস্কে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক ফোরামে বক্তৃতাকালে লুকাশেঙ্কো বলেন, ‘আমি আমাদের প্রতিপক্ষ, আমাদের প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনও বুঝতে পারছেন না তাদের সতর্ক করতে চাই: এটা করবেন না। বেলারুশের ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি যে, বেলারুশিয়ান শান্তিপূর্ণতাকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়। আমি যখন এটি বলি, তখন আপনি মনে করবেন না যে, আমি ভুলভাল বকছি বা অতিরঞ্জিত করছি। না, তা নয়। এই বিষয়ে, আমাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু আছে যা আগে কখনো হয়নি।’
বেলারুশের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আমাদের মাটিতে কোনো যুদ্ধ যেন না হয় তা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব। আমাদের দিকে এগিয়ে আসার আগে মাথায় রাখবেন যে, প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রয়োজনীয় সবকিছুই আমাদের কাছে রয়েছে।’