পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ: বিবিসি

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪ | আপডেট: ১:১২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

লেবাননে সাম্প্রতিক পেজার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন নিহত ও প্রায় ২ হাজার ৮০০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে ইরানের লেবাননস্থ রাষ্ট্রদূতও রয়েছেন। খবর বিবিসির।

বিস্ফোরণগুলো মূলত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজারগুলোতে ঘটে, যা লেবাননজুড়ে দলটির গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

লেবাননে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি পেজার বিস্ফোরণের ঘটনায় তাদের ৮ যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গোষ্ঠীটি ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করেছে এবং এটিকে ‘অপরাধমূলক আক্রমণ’ আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ বলেছে, তারা হামাসের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।