বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর র‌্যালি

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪ | আপডেট: ৫:৩৩:পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

আহমেদ সুহেল : মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনিসহ ইসলামের বিভিন্ন ব্যানার ফেষ্টুনসহ অসংখ্য নবী প্রেমী মুসলীমদের অংশগ্রহনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর বার্মিংহামে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আকর্ষনীয় এই র‌্যালিটি মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শানে বিভিন্ন নাশিদের ধ্বনিতে ছিলো মুখরীত। বার্মিংহাম আনজুমানে আল ইসলাহর উদ্যোগে অনুষ্টিত র‌্যালিটি আষ্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এসে সমাপ্ত হয়। ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে সবচেয়ে আকর্ষনীয় ছিলো প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মুসলীম শিশু কিশোরদের অংশগ্রহণ। বর্ণাঢ্য র‌্যালি শেষে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার বিপুল সংখ্যাক সদস্য ও কমিউনিটির নানাজনের উপস্থিতিতে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের হলরুমে অনুষ্টিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা বদরুল হক খান ও সাধারণ সম্পাদক হাফিজ সামিম আল মামুন রুমেল। ঈদে মিলাদুন্নবীর এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি মৌলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দারুল হাদিস লতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মৌলানা আহমেদ হাসান চৌধুরী ফুলতলী ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। ক্বারী মামুনুর রশীদের পবিত্র কোরআন তেলাওয়াত আর শামসুদ্দোহা শিল্পি গোষ্ঠীর নাশিদ পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে তাঁর জীবনাদর্শকে অনুসরণ করার আহবান জানান। এসময় আনজুমানে আল ইসলাহ ইউকে’র বিভিন্ন নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্জ কামরুল হাসান চুনু, পাকিস্তানের বিশিষ্ট ইসলামিক স্কলার পীর জহির উদ্দিন,বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রমাস রিয়াদ আহাদ,আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা মোহাম্মদ এমদাদ হোসাইন,সহ-সভাপতি মোহাম্মদ খুরশেদ উল হক,সদস্য মাষ্টার আব্দুল মুহিত, মাওলানা রফিক আহমদ, মিডল্যান্ডস আনজুমানে আল ইসলাহ ইউকের সম্পাদক মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী।

আর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের সেক্রেটারী ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব কাজী আংগুর মিয়া, আলমরক গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান,সান্ডওয়েল আনজুমানে আল ইসলাহ সম্পাদক হাফিজ আলী হোসেন বাবুল, লজেল্স বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ আজির উদ্দিন আবদাল,আস্টন এডিংটন জামে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিক মিয়া চৌধুরী গনী,আলবার্ট রোড জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মাসুক মিয়া,মাওলানা আবুল বাসার,বিঅন টিভি ইউকের প্রতিনিধি হাফিজ আহমেদ কাবির,সিলেট স্পোর্টিং ক্লাবের সেভাপতি হাজী মাসুক মিয়া সম্পাদক এম এ আব্দুর রব, ওয়ালছল আল ইসলাহর সম্পাদক কারী আবুল খায়ের, হাজী আব্দুর রকিব, সুফি ইদরিস উল্লাহ,হাফিজ সিহাবুর রহমান খান, হাজী সাহাব উদ্দিন,নাফিজুর রহমান,মাওলানা গুলজার আহমদ জামি,মাওলানা নুরুল আমিন,মাওলানা আব্দুল মোনিম, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের ডাইরেক্টর আলহাজ আব্দুল গফুর, হাজী তারা মিয়া,আব্দুল হামিদ আয়না,আহমদ হোসাইন,হাজী মুদ্দছির আলী ও হাফিজ আবুল হোসাইন প্রমূখ। সবশেষে বিশ্ব মুসলীমের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।