আগে সংস্কার, পরে নির্বাচন চায় জামায়াত

রূপরেখা ৯ অক্টোবর

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪ | আপডেট: ১১:০২:পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানারকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ।

 

 

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ হয়।

জামায়াতের আমির বলেন, এই সরকার নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেটা কতদিনের, তা আমরা জানাব।