বাংলা কাগজ ডেস্ক : মুলধারার রাজনীতিতে বৃটেনের বাঙালী কমিউনিটিতে আরেক সম্ভাবনাময় বৃটিশ বাঙালী তরুনীর পদার্পন হতে যাচ্ছে। কভেন্ট্রির বাঙালী কাউন্সিলর আব্দুল জব্বারের মেয়ে সানজিদা জব্বার কভেন্ট্রির একটি ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছে নতুন কাউন্সিলর হিসেবে। সে কভেন্ট্রির সেন্ট মিকেলস ওয়ার্ডের উপনির্বাচনে ক্ষমতাসীন লেবার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধিতা করছে। সেন্ট মিকেলস ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্টিত হবে ১০ অক্টোবর বৃহস্পতিবার। সেখানকার নির্বাচিত কাউন্সিলর ডেভিড ওয়েলস তাঁর উচ্চপদস্থ চাকুরীর সাথে সাংঘর্ষিক হওয়ায় কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করায় সেন্ট মিকেলস ওয়ার্ডে ১০ অক্টোবর বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডেভিড ওয়েলস লেবার দলের প্রার্থী হিসেবে গত ১৪ বছর ধরে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসছে আর সে ওয়ার্ডে এবার প্রার্থীতা পেয়েছে সানজিদা জব্বার। ডেভিড ওয়েলস সানজিদা জব্বারকে সরাসরি সমর্থন জানিয়ে প্রচার প্রচারনাও অংশ নিচ্ছে। সেন্ট মিকেলস লেবার দলীয় একটি নিরাপদ ওয়ার্ড এবং দীর্ঘদিন ধরে সেখানে লেবার দলীয় প্রার্থীরা নিয়মিত নির্বাচিত হয়ে আসায় বৃটিশ বাঙালী তরুনী সানজিদা জব্বারের জন্য কাউন্সিলর নির্বাচিত হওয়া সমূহ সম্ভাবনা রয়েছে।
সেন্ট মিকেলস ওয়ার্ড দীর্ঘদিন ধরে লেবার দলীয় দখলে থাকার পাশাপশি অনেক বাংলাদেশীসহ সংখ্যালঘু কমিউনিটির ভোটাররা সানজিদা জব্বারকে সমর্থন ও সহযোগিতা করছেন। প্রার্থী হওয়ার পর থেকেই সানজিদা জব্বার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নিয়মিত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে এবং লেবার দলীয় স্থানীয় কাউন্সিলরদের পাশপাশি অন্যান্য সিনিয়র নেতা-কর্মীরাও তার সমর্থনে প্রচার প্রচারনায় যোগ দিচ্ছেন। সানজিদা জব্বারের গর্বিত পিতা আব্দুল জব্বার লেবার দলীয় প্রার্থী হিসেবে কভেন্ট্রির ওয়েষ্টউড ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর মেয়ে সানজিদা জব্বারের জন্য কমিউনিটির সকলের সহযোগিতা – সমর্থন এবং দোয়া কামনা করেছেন। সানজিদা জব্বারও কাউন্সিলর নির্বাচিত হলে তাঁর বাবার মতো কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। উল্লেখ্য কভেন্ট্রিতে জন্ম ও বড় হয়ে উঠা সানজিদা জব্বার স্থানীয় ফিনহাম পার্ক সেকেন্ডারী স্কুল থেকে এ লেভেল সম্পন্ন করে বর্তমানে বায়োমেডিকেল সায়েন্সে অধ্যয়ন করছে। অধ্যয়নের পাশাপাশি মুলধারার রাজনীতিতে স্বক্রিয় হয়ে সে নিজেকে ক্ষমতাসীন লেবার দলের একজন সম্ভাবনাময়ী সংখ্যালঘু কমিউনিটির প্রতিনিধিত্বকারী হিসেবে প্রতিষ্টা করেছে। দলের প্রতি তার মেধা ও মনন সর্বোপরি কমিউনিটির জন্য কাজ করা স্পৃহায়-ই দলীয় প্রার্থী হিসেবে নিরাপদ সেন্ট মিকেলস ওয়ার্ডের উপনির্বাচনে লেবার দল থেকে তাকে প্রার্থীতা প্রদান করা হয়েছে। নির্বাচিত হয়ে সে কমিউনিটির মুখ আরো উজ্জ্বল করবে বলে স্থানীয় বাঙালীরা মনে করছেন।