কুলাউড়া উপজেলা ইসিএ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪ | আপডেট: ১:৩০:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

কুলাউড়া উপজেলা ইসিএ কমিটির সভা ৩০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা ইসিএ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও ইসিএ সম্বনয় কমিটির সদস্যসচিব উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু মাসুদের পরিচালনায় বক্তব্য রাখছেন,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন, এনজিও সংস্হা প্রতিবেশ প্রকল্প এর ফিল্ড ডিরেক্টর মাজারুল ইসলাম জাহাঙ্গীর, প্রতিবেশ প্রকল্পের সিনএন এসআর এর সাইট অফিসার মোঃ তৌহিদুর রহমান,
কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক আজিজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ইবিএ প্রজেক্টর আঞ্চলিক পরিচালক মোঃ জাহাঙ্গীর, ভুকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, এনজিও সংস্হা সেন্টার ফর ন্যাচারেল রির্সোস স্টাডিস গর্ভরনেস অফিসার মোঃ শাহাদাত হোসেন। অনুস্টানে কুলাউড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শিমুল মিয়াসহ বিসিজি দলের সভাপতি/সম্পাদক, ইউপি সদস্য, ইউপি সচিব, ইসিএ কমিটির সদস্যগন উপস্হিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তৃত। বিভিন্ন আকারের ২৭৬টি আন্তঃসংযুক্ত বিলের সমন্বয়ে গঠিত এই হাওরের আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর। হাকালুকি হাওরের বিশাল জায়গাজুড়ে রয়েছে জলজ বন। বিভিন্ন ধরনের জলজ ভাসমান উদ্ভিদ, শেকড়ধারী উদ্ভিদ, ওষুধি উদ্ভিদ ও অতিরিক্ত জলসহিষ্ণু উদ্ভিদ প্রচুর জন্মে। এ অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে হিজল, করচ, বরুণ, বনতুলসী, নলখাগড়া, পানিফল, হেলেঞ্চা, বল্লুয়া, চাল্লিয়া প্রভৃতি।

এছাড়া বিভিন্ন প্রজাতির নানা ওষুধিসহ বৈচিত্র্যপূর্ণ ছোট ছোট বিভিন্ন প্রজাতির জলজ গাছ। বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল এ বন। সঠিক পরিকল্পনার অভাব এবং গরু-মহিষের অবাধ বিচরণ ও বনের গাছপালা কেটে নেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে বনের জীববৈচিত্র্য। নানা সংকটের কারনে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রকল্পের ধারাবায়িকতা না থাকায় হুমকির শেষপ্রান্তে হাকালুকির জীববৈচিত্র্য।

এগুলি রক্ষা করতে হলে উপজেলা ইসিএ ও ইউনিয়ন ইসিএ কমিটিগুলো পূর্নগঠন করে নিয়মিত সভা, গ্রাম সংরক্ষণ দল বিসিজির তদারকি ও মৎস্য, কৃষি, প্রানিনসম্পদ,
বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট এনজিও সংস্হা সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কাজে এগিয়ে আসার আহবান জানানো হয়।