মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মো. কামরুল হাসান বৃহস্পতিবার রাতে যোগদান করেছেন। কুমিল্লা জেলার অধিবাসী কামরুল হাসান বাংলাদেশ পুলিশে যোগদানের পর ডিবি, পিবিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে বদলি করা হয়। এ ছাড়া ২০০৪ এবং ২০১০ সালে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করায় জাতিসংঘ পদকে ভূষিত হন তিনি।
যোগদানের পর কামরুল হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, কুলাউড়া সার্কেলের আওতাধীন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবো। কোনো ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাসসহ সবধরনের অপরাধমূলক কর্মকা- রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।