বার্মিংহামের অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটির বৃটেনের রাজার কিংস অ্যাওয়ার্ড লাভ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ | আপডেট: ৫:৪১:অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

আহমেদ কাবির : কমিউনিটির উন্নয়নে অসামান্য অবদান রাখায় বৃটেনের রাজা কর্তৃক দি কিংস অ্যাওয়ার্ড ফর ভলান্টিয়ার সার্ভিস খেতাবে ভূষিত হয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামের সামাজিক সংগঠন অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটি। বাংলাদেশী এই সংগঠনের সম্মানজনক খেতাব প্রাপ্ত হওয়ায় কমিউনিটির মানুষদের অবহিত করার লক্ষ্যে গত ২১ নভেম্বর বার্মিংহামের বাঙালী অধ্যুষিত আষ্টানের একটি রেস্তুরায় এক সুধী সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটির কার্যকরী পরিষদের নানা সদস্য এবং কমিউনিটির বিভিন্ন শীর্ষজন ও স্থানীয় বাংলাগণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশ ও সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার ও চেয়ারম্যান কলামিষ্ট শেবুল চৌধুরী; আর লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদিকা টিভি উপস্থাপিকা রাশিয়া খাতুন। এসময় অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটির বৃটেনের রাজা কর্তৃক দি কিংস অ্যাওয়ার্ড ফর ভলান্টিয়ার সার্ভিস খেতাব অর্জন করার বিষয়টি আনুষ্টানিকভাবে জানিয়ে এই প্রাপ্তিতে সংগঠনের সকল সদস্যসহ কমিউনিটির মানুষদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও রেডিও এক্্েরলের বাংলা বিভাগের প্রধান মোস্তফা চৌধুরী যুবরাজ,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,বাংলা কাগজের উপদেষ্টা ফিরোজ রাব্বানী,অধ্যাপক শাকিকুর রহমান চৌধুরী,কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল খালিক,আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,ব্যরিষ্টার শাম উদ্দিন,রঞ্জু মিয়া,কলামিষ্ট ম আ কাদির,রবিউল হোসেন,ব্রিটিশ বাংলাদেশী ইয়াং টেলেন্ট এওয়ার্ডের ফাউন্ডার জুবের আলম,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সম্পাদক জয়নাল ইসলাম,কোষাধ্যক্ষ লোকমান হোসেন কাজী,নারী নেত্রী মির্জা ফাতেমা খান,গুলশান চৌধুরী,রেহেনা চৌধুরী,পাপিয়া উদ্দিন,টিভি উপস্থাপক নোমান আল মনসুর ও ডাক্তার সমুছ মিয়া,কবি সৈয়দ মাসুম,বাংলা কাগজের সেলস এন্ড মার্কেটিং ম্যানাজার মিজান রেজা চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর বৃটেনের ২৮১ টি সংগঠনকে দি কিংস অ্যাওর্য়াড খেতাবে ভ‚ষিত করা হয়। যার মধ্যে বার্মিংহামে একমাত্র বাংলাদেশী হিসেবে অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটি সম্মানজনক এই খেতাব প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করে।