ইতালির ভেনিসে শরীয়তপুর জেলা ও ভেনিস বিএনপির আয়োজনে গণ সংবর্ধনা দিয়েছে শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণকে
ইতালি প্রতিনিধি
ইতালির ভেনিসে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ সংক্ষিপ্ত সফরে ভেনিস আগমনে গণ সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর জেলা বিএনপি ও ভেনিস বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার স্থানীয় একটি হলরুমে ভেনিস বিএনপির সভাপতি আবদলু আজিজ সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি শফিকুর রহমান কিরণ।
ভেনিস বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সর্দার ও যুবদলের সভাপতি আকবর খান এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত সমবেত জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সিনিয়র সহ সভাপতি জব্বার মাঝি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী রিন্টু,ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সহ সভাপতি হালিম খান,মনফলকনে বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক ,পাদোভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ সেলিম ,ভিসেন্সা বিএপির কয়েস আহমেদ ,উদিনে বিএনপি নেতা জন্টু খান সহ বিভিন্ন প্রভিন্স বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেনিসবিএনপির ফারুখ শেখ,বাশার সর্দার ,মুনসুর পেদা ,সোনিয়া ইসলাম সহ ভেনিস বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী।
পরিশেষে শফিকুর রহমান কিরণের সুস্থতা ও আগামীতে এমপি নির্বাচিত করার অঙ্গীকার করেন শরীয়তপুর প্রবাসীরা। ভেনিস শরীয়তপুর জেলা বিএনপি ,ভেনিস বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল সহ পাদোভা ,ভিসেন্সা ,স্ত্রা ,মনফলকনে ,উদিনে বিএনপির নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।