ভয়েজ অব গ্লোবাল বাংলাদেশিজ এর সঙ্গে বৈঠক করেছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন
নিজস্ব প্রতিনিধি:
ভয়েজ অব গ্লোবাল বাংলাদেশি সংগঠনের সঙ্গে বৈঠক করেছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার সকালে সংসদ ভবনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা, না ভোট, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, পোস্টাল ব্যালট, প্রবাসী ভোটার, এনআইডি, নির্বাচনী অপরাধসহ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে নির্বাচনী রোডম্যাপের সঙ্গে সংস্কার কার্যক্রমের সম্পর্ক রয়েছে উল্লেখ করে ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান বলেন, নির্বাচনী রোডম্যাপের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যখনই নির্বাচন হোক না কেন একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে করা সম্ভব, সেটা নিশ্চিত করা। সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ এনআইডি করার কাজ সহজ করতে হবে।
এ বিষয়ে বদিউল আলম বলেন, আমাদের কাজ চলছে। আপনারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সকল প্রসঙ্গে কথা বলা জরুরি। তিনি আরও বলেন, আগের কমিশনদের বলা ছিল। আদালতের রায় আছে গেজেট হওয়ার আগে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং তাদের পুনর্নির্বাচন দেওয়ারও ক্ষমতা ছিল। তবে সেটা তারা প্রয়োগ করেননি।
বৈঠকে বক্তব্য রাখেন, ভয়েজ অব গ্লোবাল বাংলাদেশিজ এর ডিজি অহিদ আহমদ, সামছুল আলম লিটন, ব্যারিস্টার নাহাজ খসরু, ব্যারিস্টার নাজির আহমদ, দিলরুবা আজিজ, সরাফত হোসেন বাবু, দৈনিক রূপালী বাংলাদেশ এর সিনিয়র প্রতিবেদক সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।