বাংলা কাগজ ডেস্ক : যুক্তরাজ্যের বার্মিংহামের স্পার্কব্রোকের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব শাহ মস্তাব আলী গত ১৬ ডিসেম্বর সোমবার বার্মিংহামে নিজ বাসভবনে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না…………রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভ‚গছিলেন। মরহুমের জানাজার নামাজ ১৮ ডিসেম্বর বুধবার বাদ জোহর দুপুর একটায় স্পার্কব্রোক ইসলামিক সেন্টার ও মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে ফরিদ মিয়া জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল আত্মীয় স্বজন ও কমিউনিটির সকলকে অনুররোধ জানিয়েছেন। মরহুম আলহাজ্ব শাহ মস্তাব আলীর পৈত্রিক নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী সাটল গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।