সুনামগঞ্জে হাসন রাজার বাড়ি পরিদর্শন করেছেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪ | আপডেট: ১২:৪৪:পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

মরমী কবি হাসন রাজার ১৭০তম জন্মদিনে কবির বাড়ি পরিদর্শন করেছেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়াস্থ (লক্ষণশ্রী) হাসন রাজার বাড়ি তিনি পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এনডিসি মোস্তাফিজুর রহমান, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী আকবর, গবেষণা কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, দেওয়ান হাসন রাজা চৌধুরীর প্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সভাপতি দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন, হাসন রাজা পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে মরমী কবি হাসন রাজার স্বহস্তে লিখিত কিছু পাণ্ডুলিপি-সহ বিভিন্ন বই প্রদান করেন দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন।

মহাপরিচালক বলেন, সুনামগঞ্জের নিরিবিলি পরিবেশ হাসন রাজার সাধনাকে যেমন এগিয়ে নিয়েছে। তেমনি হাসন রাজা সুনামগঞ্জ তথা সমগ্র উপমহাদেশে মরমীবাদকে উচ্চ আসনে অধিষ্টিত করেছেন।