কুলাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও কলেজ ছাত্রদল নেতা আবু সালেহ চৌধুরী আলিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মুক্তার, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুহিত সোহেল, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল।
এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার, আব্দুল মুহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, কামাল হোসেন, মুক্তার আলী, মুসা আহমদ সুয়েট, নাজমুল বারী সোহেল, সদস্য সচিব মুহিবুর আলম মুহিত, সদস্য কাওসার আহমদ বাপ্পু ও সুলতান আহমদ টিপু।
টুর্নামেন্ট সূত্র জানায়, মোট ২৪টি দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচে উদীয়মান স্পোটিং ক্লাবকে হারিয়ে সোনালী অতীত একাদশ জয়লাভ করে।