![বিপুল উৎসাহ উদ্দীপনায় ইতালিতে চাঁদপুরবাসীর তুষার রাজ্যো ভ্রমণ](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-09-at-11.13.45-PM.jpeg)
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাস জীবনের কর্ম-ব্যস্ততার মাঝে আনন্দ বিনোদনের প্রত্যাশায় পরিবার-পরিজন নিয়ে তুষার ভ্রমণের আয়োজন করে ইতালিস্থ চাঁদপুরবাসী। মধ্য ইতালির লা-আকুইলা অঞ্চলে তিন শতাধিক বাংলাদেশি প্রবাসী এ ভ্রমণে অংশ নেন। যাত্রাপথে সঙ্গীত, কৌতুকে মেতে ওঠেন সকলে। এমন আয়োজনে অংশ নেয়া প্রবাসীরা সকলেই ছিলেন ভীষণ উচ্ছ্বসিত।
এই তুষার ভ্রমণে বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা’র সার্বিক তত্ত্বাবধায়নে চাঁদপুর জেলা সমিতি ইতালির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, সাজ্জাদুল কবির, মাসুম বিল্লাল, সাবেক সহ সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক চুন্নু মৃধা, রোম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কবির, চাঁদপুর জেলা সমিতি ইতালির সাবেক সভাপতি নাসির খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক রিংকু পাল, ইঞ্জিনিয়ার হাসান ইমাম বিপ্লব, মোঃ রিপন মিয়া, মোঃ ইলিয়াস, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাধারণ সম্পাদক রবিউল মোল্লা সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
তুষার ভ্রমণে অপরূপ সৌন্দর্যের লীলাভূমির শুভ্রতায় সবাই ছিলেন মুগ্ধ। বিশেষ করে পরিবার নিয়ে এই ধরনের ভ্রমণ করতে পেরে প্রবাসীরা ছিলেন আনন্দিত। পাহাড়ের গায়ে বরফের অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন সতেজ করে তোলে যান্ত্রিক জীবনের রোম প্রবাসীদের।
অপরুপ সৌন্দর্য এবং বরফের রাজ্যে পৌঁছে আনন্দে মেতে ওঠে শিশুরা। তুষার ভ্রমণ শেষে আনন্দ আরও বাড়িয়ে তুলতে ছিলো র্যাফেল ড্র-এর আয়োজন। এবং র্যাফেল ড্র তে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।