ইতালির মিলানে স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ইতালি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৰবিৰাৰ স্থানীয় একটি হলরুমে স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন এর সভাপতিত্বে সদস্য সচিব নূর হোসেন জমির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা নাসির আহমেদ শাহীন।
পবিত্র কোর্ আন তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদা মো সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন,সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আওতাধীন ছয়টি শহর তরিনো ,পাদোভা ,ভেনিস ,ভিসেন্সা ,ব্রেসিয়া ও মিলান মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা। এছাড়াও মিলান সহ পার্শবর্তী শহরগুলো থেকে বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান কে সুন্দর ও সফল করতে সার্বিক সহোযোগিতা করেন বিএনপি নেতা জাকির হোসেন,স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ রাজন,সোহেল কবিরাজ,মিথুন মাজি, শফিকুল ইসলাম মিলন,দস্তগীর আলম,সবুর আহমেদ,যুবদলের মিজান রহমান,মহানগর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম, সোহাগ তালুকদার,শিমুল চৌধুরী,জাফর ইকবাল,আলিম বেপারি,উজ্জ্বল দেওয়ান, সদস্য সচিব সেলিম হোসেন।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে এবং সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের করা হয়।
ইফতার মাহফিলে আগত সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি গঠে।