মাহবুবুল হাসান শরীফ : স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাজ্যে এসে বসবাস করা প্রবাসী বাঙালীরা আযোজন করেছে ‘‘এসো মিলি প্রাণের টানে‘‘ শীর্ষক ভিন্নরকম এক বিশেষ অনুষ্টান। লন্ডন ছাড়াও পাশর্^বর্তী বিভিন্ন শহরে থাকা স্পেনের বার্সেলোনা থেকে পাড়ি জমানো বাঙালীদের পরিবার পরিজনসহ নানাজনের উপস্থিতিতে গত ৬ ফেব্রুয়ারী লন্ডনের ইলফোর্ডের একটি হলে এই বিশেষ অনুষ্টান অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর আবারো মিলিত হতে পেরে অনুষ্টানে আগত বার্সেলোনার বাঙালীরা বিশেষ অনুষ্টানে যোগ দিয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করেন,মেতে উঠেন জম্পেশ আড্ডা।
বার্সেলোনা থেকে লন্ডনে আসা বিশিষ্ট টিভি উপস্থাপিকা শামিমা বেগম মিতার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত বিশেষ অনুষ্টানে বার্সেলোনার স্মৃতি রোমান্থন করে বক্তব্য রাখেন বিঅন টিভির হেড অফ প্রোগ্রাম রিয়াদ আহাদ,বার্সেলোনা বাংলাদেশ কোলতোরাল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শরীফ,বাংলাদেশ উমাতারিয়া এসোসিয়েশনের সাবেক সভাপতি ইকবাল হোসেন,কমিউনিটি নেতা আজহার মিয়া প্রমূখ। বক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে পুরো যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাস করা স্পেনের বার্সেলোনা প্রবাসীদের নিয়ে একটি মিলন মেলা আয়োজনের ঘোষনা দেন। অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন বার্সেলোনার বিশিষ্ট সঙ্গীত শিল্পি বিউটি শীল,জিনাত শফিক,বিধান শীল। নতুন প্রজন্মের বার্সেলোনার বাঙালীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্টানে অংশ নেয় শিপলু,মৃদুল,তন্ময়,মোহনা,আনিকা ও জাওয়াদ প্রমূখ। আর নৃত্য পরিবেশন করে তিশা। সবশেষে রাতের ডিনারের মাধ্যমে সমাপ্ত ঘঠে স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাজ্যে আসা প্রবাসী বাঙালীদেও এই অনুষ্টান।