বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শেষ হলেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে শাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
‘শিক্ষামন্ত্রীর আইসোলেশন শেষ হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন” বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
গত ২৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান শাবিপ্রবির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ওই দিন বিকেলেই শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে, এখনও শিক্ষার্থীদের প্রধান দাবি পূরণ করা হয়নি। স্বপদে বহাল আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। নিজ কার্যালয়ে না গেলেও বাসা থেকেই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ চালাচ্ছেন তিনি।