একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য ভাবে পালন করেছে আমরা মিলান প্রবাসী বাংলাদেশী

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২ | আপডেট: ১১:৩৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

 

ইতালি প্রতিনিধি
একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে এই প্রথম কয়েকজন তরুণ মিলান প্রবাসীদের আয়োজনে যথাযোগ্য ভাবে পুষ্পস্তর্পক অর্পনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের সাথে মিল রেখে ইতালি সময় ৭ টা এক মিনিটে মিলানের প্রাণকেন্দ্র রাজার বাড়ির সুম্মুখে অস্থায়ী শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে মাগফেরাত কামনা করা হয়। ভাষা আন্দোলনে শহীদ সালাম রফিক জব্বার বরকত কিভাবে আমাদের মাতৃভাষা ছিনিয়ে এনেছিলেন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কমিউনিটির নেতৃবৃন্দরা। অস্থায়ী শহীদমিনারে প্রথমেই পুষ্পস্তর্পক অর্পণ করেন মুক্তিযুদ্ধা নূর আহমেদ। তারপরে ধারাবাহিকভাবে অনুষ্ঠানের আয়োজক আমরা প্রবাসী বাংলাদেশী মিলান ,ফেনী জেলা সমিতি মিলান ,সোনার বাংলা যুব সঙ্গ ,মাদারীপুর ,শরীয়তপুর ,নোয়াখালী ,কুমিল্লা ,ঢাকা ,মিলান তরুণ সমাজ এবং গালারাত প্রবাসীরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক, মিলানের প্রথম নির্বাচিত কাউন্সিলর বিভাষ চন্দ্র কর,ফেনী জেলা সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ,ফেনী জেলা সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল,সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল ,প্রাপ্তি ড্ৰাই ফুডস মিলানের চেয়ারমেন শুভ্র ফকির। রাজৈর প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূর আলম শেখ ,ফেনী জেলা সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবন।

 

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফেনিন জেলা সমিতির যুগন সা:সম্পাদক সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক ইমাম হোসেন( মুরাদ),হাফিজ উদ্দিন (খোকন),আনোয়ার হোসেন,কাজী রাশেদুজামান আজিম,বাবু মজুমদার,নিজাম উদ্দিন (দুলাল),মোহাম্মদ শাহাজান,মোহাম্মদ শাহাজালাল।সিলেট ওয়েলফেয়ার
এসোসিয়েশন মিলানের সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়া ,সহ সভাপতি ফয়সাল খান ,সহ সাধারণ সম্পাদক তাজুল খান ,ধর্ম ও শিক্ষা সম্পাদক আলী হায়দার ,ক্রীড়া সম্পাদক জুনেদ মিয়া ,মাসুদ মিয়া ,ইমন আহমেদ প্রমুখ।
এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক দেড় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত প্রবাসীরা। এবং প্রতি বছর এই ভাবে নতুন প্রজন্মের জন্য একুশের আয়োজন ধারাবাহিক ভাবে আয়োজন করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত মিলান প্রবাসীরা।