মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি- এ. এস. এম. আজাদুর রহমান আজাদ- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল নির্বাচিত 

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২ | আপডেট: ৩:৪৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

 

মোঃ খালেদ পারভেজ বখ্শঃ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কমলগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট এ. এস. এম. আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুলাউড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল।

বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত দশটায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সমিতির ৪১২ জন ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২২ জন প্রার্থী।

 

 

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে সভাপতি অ্যাডভোকেট এ. এস. এম. আজাদুর রহমান আজাদ ১৮৮ ভোট ও অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী ১৯২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল পেয়েছেন ১৫১ ভোট। অ্যাডভোকেট এ. কে. এম মোস্তাফিজুর রহমান চৌধুরী ২১৮ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সুবিমল লিন্দকিরি পেয়েছেন ২২১ ভোট এবং অ্যাডভোকেট সৈয়দ সাকির আহমদ ২৩৩ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যের ৫টি পদে (১) অ্যাডভোকেট রুকসানা বেগম ২৫০ ভোট, (২) অ্যাডভোকেট শতদল চক্রবর্তী ২৪৭ ভোট, (৩) অ্যাডভোকেট মো. হেসেন বখস ২৩৭ ভোট, (৪) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ২৩৩ ভোট, (৫) অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমগীর ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট আব্দুল মোমিত চৌধুরী ও অ্যাভোকেট অম্লান দেব রাজু।