স্টাফরিপোর্টারঃ-
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার কর্তৃক নির্ধারিত ১ (এক) কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ২০ মার্চ হতে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সমগ্র দেশব্যাপী শুরু হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভায় ৫০০ জন ও বরমচাল ইউনিয়নে ৩০০ জন উপকারভোগীর মাঝে পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
কুলাউড়া পৌরসভায় প্রথম ধাপে টিসিবির পণ্য বিক্রয় এর উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফির্সাস ইনচার্জ বিনয় ভূষন রায়সহ স্হানীয় কাউন্সিলরবৃন্দ।
এ ছাড়া বরমচাল ইউনিয়ন পরিষদে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।
উল্লেখ্য,মোট ১২,৮৬৪ টি পরিবার (নির্দিষ্ট কার্ডধারী উপকারভোগী) টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে কিনতে পারবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
দুইটি ধাপে এই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপে ৩ টি পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে।
চিনি ৫৫ টাকা দরে মোট ২ কেজি,মশুর ডাল ৬৫ টাকা দরে মোট ২ কেজি,তেল ১১০ টাকা দরে মোট ২ কেজি।
প্রথম ধাপে একজন উপকারভোগী মোট ৪৬০ টাকা ব্যয় করবেন।
দ্বিতীয় ধাপে উপর্যুক্ত ৩ টি পণ্যের সাথে ছোলা যুক্ত হবে।