অহমিকা নয় তওবা —- মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২ | আপডেট: ৫:২৯:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

—- কবিতা —

ওগোমালিক দয়াময়
আমারমনেবড়ভয়।
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।

এসেছি মোসাফেরের বেশে
ছেড়ে যেতেহবেঅবশেষে
তা জেনেওআছি ভোগবিলাশে
হয়না কেন মোর বোধদয়।
এই দুনিয়ার মোহমায়ায় মোরাহয়েআছিতন্ময়।

ক্ষমতাবানহওয়ার নেশায়
অর্থবিত্তপাওয়ারলালশায়
গ্রাহ্য করিনাকিছু এ ধরায়
করছিসদামনুষ্যত্বেরঅপচয়।
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।

লোভলালশাআরঅহমিকা
নিভে দেয় ইমানেরশিখা
মানবেরতরেবাড়ায়জিঘাংসা
করোনা এ জীবনেরঅপব্যয়\
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।

রোগব্যাধিরহুশিয়ারীসংকেত
এরপরওভাবিনিজেকেবৃহৎ
ছাড়তেহবেঅহমিকার পথ
একদিন এ ধরারহবেবিলয়।
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।

দিয়েঘাতুক কোরনামহামারী
কেড়েনিয়েছপ্রাণসারিসারি।
চারিদিকে আজোমানুষেরআহাজারি
স্বজনহারাদেরবিলাপচলছেবিশ্বময়।
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।

মানবতার এই নিদানকালে
করনার থাবা নেওতুলে
তব দয়ার দরজা দাও খোলে
ক্ষমাকরো মোদেরওগো দয়াময়।
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।

তওবা মোদেরকরোকবুল
থাকবোনাআরহয়ে বেভুল
তোমারদিদারপাইতেআকুল
তোমারবান্দা গোনাহগারেকয়\
এই দুনিয়ার মোহমায়ায়হয়েআছিতন্ময়।