সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার এন্ড কাউন্সিল ইউকে’র মতবিনিময়
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এর সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের ন্যাশনাল ভোটার আইডির সমস্যা নিরসন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সেন্ট্রাল ভাইস চেয়ার কমিউনিটি লিডার মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দৈনিক জালালবাদ’র রিপোর্টার ফয়ছল আলম, জি.এস.সি ইকে সিলেট চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব প্রমুখ।
মতবিনিময় সভায় প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার আশ্বাস দেন ও প্রবাসীরা ভোটার আইডি ফরম ফিলাপ করে স্ব স্ব উপজেলায় নির্বাচন অফিসে জমা দিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে এক সপ্তাহের মধ্যে ছবি ও ফিঙ্গার প্রিন্ট নেয়ার ব্যবস্থা করবেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা আরো বলেন, প্রবাসীদের নানা ভাবে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করছেন। নির্বাচন কমিশন তাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব্য প্রবাসীদের সেব প্রদানে আন্তরিক।