ফিরে এলাম আমার একাকিত্বে
ফিরে এলাম আমার অন্ধকারে
ফিরে এলাম আমার কষ্টে
ফিরে এলাম আমার যন্ত্রনায়
ফিরে এলাম আমার নিসঙ্গতায়
ফিরে এলাম আমার নিজস্বতায়
ফিরে এলাম আমার গতানুগতিকতায়।
জানি তোমার অতীতকে
অভিজ্ঞতা বিবেচনায়
বর্তমানে কখনোই জায়গা দেবেনা
হারানোর কষ্ট, না দেখার যন্ত্রনা
সৃষ্টিকর্তার ঐস্বর্গিক সৃজনের আস্বাদন হতে বঞ্চিত হওয়া
অপ্সরার সান্নিধ্য হারানো।
আহ্লাদে ভরা খুনসুটি
এক পেয়ালায় চা খাওয়া
আমার পায়ে পা রেখে হাটা
চুম্বনের দীর্ঘতায় ভালবাসাকে পরখ করে নেয়া
আমার গানের গলার মিথ্যে প্রশংসা শোনা
বাংলা পাঁচ মার্কা এই চেহারার জর্জ ক্লোনির সাথে তুলনা
সেক্সোফোনের সুরের ছন্দে দুজনে নৃত্যে মাতোয়ারা
সুন্দর নৈস্বর্গিক মুহুর্তগুলোন আর ফিরে পাবনা।
তুমি আমায় দিয়েছ পূর্নতা
জাগিয়েছ আমার আমিকে
আমার আমাতে দিয়েছ বিশ্বাস।
আমার নগন্যতা,আমার সীমাবদ্ধতা,আমার যোগ্যতা
আমার পারঙ্গমতার
এ সবের প্রচন্ড ঘাটতি জেনেও
তোমার ভালবাসার প্রতি জাগিয়েছো আমার বিশ্বাস
তবু যেতে দিতে হয়
দায়ভার সবই আমার
সংকীর্ণমনা এই আমিই দায়ি
অযৌক্তিক এই আমার
নেই কোন ব্যাখ্যা
নিচু মনোবৃত্তির এই আমিই
অনুধাবনে অপরাগত ভালবাসার মাধুর্য
কারন আমার ভালবাসা গেও, অযৌক্তিক
বুনো, গোয়ার, সোজাসাপ্টা
হৃদয়ের প্রাদুর্ভাবে ভালবাসা মনকে শোনেনা
বিচারিক উচিত, অনুচিতের ধার ধারেনা
তাইত আমি এক নির্বোধ
এক স্বার্থপর, অবিবেচক, লোভাতুর।