আব্দুল হান্নান (কভেন্ট্রি প্রতিনিধি)ঃ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কভেন্ট্রি সিটি কাউন্সিলের সামনে আনুষ্টানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কভেন্ট্রি বাঙালী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগছনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মুর্”ছনায় এই পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কভেন্ট্রি সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর জন ম্যাকনিকোলাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডি গোদাইভা অফ কভেন্ট্রি সিটি প্রু পরেটটা এমবিই। জাতীয় পতাকা উত্তোলন শেষে আয়োজকদের অন্যতম দেওয়ান আলী আজগর ও বাদশা মিয়ার যৌথ পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতা,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় অংশ নেন আয়োজকদের প্রধান কভেন্ট্রি সিটি কাউন্সিলের বাঙালী বংশোদ্ভুত কাউন্সিলর সলিসিটর মায়া আলী,কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান আলহাজ¦ মতসসিম আলী শিতু মিয়া,সাবেক কাউন্সিলর রইছ আলী,কভেন্ট্রি আওয়ামিলীগের সভাপতি মোকাদ্দস আলী,সাধারণ সম্পাদক রুহুল আমিন,কমিউনিটি নেতা আব্দুল জব্বার,শাহিন আহমেদ,আফজাল খান লাকি,হোসেন আহমেদ, অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান তফাদার,মোহাম্মদ সিরাজ আলী,কবি মোহাম্মদ আব্দুস সালামশাহজাহান সিরাজ,ফখরুল ইসলাম রিপন,মোশাররফ হোসেন,আব্দুল বাছির,রাগবির তোফাজ্জল হোসেন মান্না,এটিএন বাংলা ইউকের কভেন্ট্রি প্রতিনিধি কবি তালুকদার রায়হান প্রমুখ।