স্পেন প্রতিনিধি : স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, কাতালোনিয়া শাখার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ স্থানীয় একটি হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে কাতালোনিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি কাতালোনিয়া শাখার সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক তুতিউর রহমান ও প্রচার সম্পাদক লায়েবুর রহমানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি‘র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারি অধ্যাপক ও বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক ড. এম মুজিবুর রহমান। আলোচনাসভায় আরো বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি’র উপদেষ্টা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজমান আলী, কাতালোনিয়া যুবদলের সহ-সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন কাশেম, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস আলী, কোকো পরিষদের উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী প্রমূখ। বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধপরবর্তী সময়েও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানকে কৃতজ্ঞভরে স্মরণ করেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক প্রেসিডন্ট জিয়াউর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মৌলানা দবির আহমদ।