কুলাউড়ায় ৭৭ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর
বিগত সংসদ নির্বাচনে সুলতান মনসুরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন
স্টাফরিপোর্টারঃ
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাংসদ, স্বরাষ্ট্র ও বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্দে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য তিলাশিজুড়া গ্রামীণ রাস্তার উন্নয়নকাজের পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১৩ এপ্রিল বুধবার বিকেলে কুলাউড়া এলজিইডির বাস্তবায়নাধীন ৭৭ লক্ষাধিক টাকা বরাদ্দের রাউৎগাঁও ইউনিয়নের উক্ত রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, এমপি সুলতান মনসুর আহমদের পক্ষে এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,মোতাহির আলম চৌধুরী, শফিকুল ইসলাম জাহেদ, আহবাব হোসেন রাসেল, ছয়ফুর রহমান সাইফুল, হোসেন মনসুর
উদ্দিন, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ, এমপির প্রেস সহকারী এস আর অনি চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মধ্য তিলাশিজুড়া গ্রামীণ রাস্তা ১ কিলোমিটার কাঁচা রাস্তা দেশ স্বাধীনের পর থেকে অবহেলিত থাকায় এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাসহ কয়েকটি গ্রামের মানুষ বিশেষ করে বর্ষাকালে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিগত সংসদ নির্বাচনে সুলতান মনসুরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় ভুক্তভোগী এলাকাবাসী এমপি সুলতান মনসুরের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন;
ঈদে চাই নতুন কাপড়- আর তাই চলে আসুন