পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শনিবার বিকেলে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান প্রতিবাদ জানান। এতে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মুসলমানদের তৃতীয় পবিত্রস্থান আল-আকসায় ইসরাইলি পুলিশের হামলা মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। পবিত্র কুদস দিবসে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বর হামলা সারা বিশ্বের মুসলমানদের তীব্রভাবে আঘাত করেছে।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, আমরা ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। ফিলিস্তিনসহ সারা বিশ্বের যেখানে এ জাতীয় ঘটনা ঘটছে, সেগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার (১৫ এপ্রিল) সকালে আল-আকসা মসজিদ চত্বরে সকালে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।