আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের সুতা পরিমাণ ভূমিও কাউকে দখল করতে দেব না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রোববার এটি প্রচারিত হয়। খবর আলজাজিরার।
তিনি বলেন, পূর্বের দোনবাস অঞ্চলের লড়াইয়ের ফল পুরো যুদ্ধের দিক নির্ণয় করবে।
রাশিয়া দোনবাস দখলে নিতে পারলে কিয়েভের নিয়ন্ত্রণও নেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, এ জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—তাদের কোনোমতে সুযোগ না দেওয়া, প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। কেননা, এ লড়াই… পুরো যুদ্ধের মোড়র ঘুরিয়ে দিতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কেননা, আমি রাশিয়ার সেনা ও দেশটির নেতাকে বিশ্বাস করি না। আমরা বুঝেছি, আমরা তাদের সঙ্গে লড়াই করেছি, ফলে তারা চলে গেছে; তারা কিয়েভ থেকে চলে গেছে— উত্তর অংশ ও চেরনিহিভ থেকেও। এর অর্থ এই নয় যে— যদি তারা দোনবাস দখল করতে পারে তবে তারা কিয়েভের দিকে আর আসবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি বলেন, আমি মনে করি তিনি আসবেন। তবে অবশ্যই এটি তার সিদ্ধান্ত। আমি মনে করি, তিনি যুক্তরাষ্ট্রের নেতা, শুধু এ জন্যই এখানে কী হচ্ছে তা দেখতে তার আসা উচিত।